
সাইফুল আলম দুলাল, কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়া উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে মাসিক ও নিয়মিত আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাবেরী জালাল এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম,ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা বেগম সুমী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আবদুল কাদির ভূঞা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ আসাদুল হক ভূঞা,উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম জিলানী ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান,মুক্তিযোদ্ধা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: