• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

দিল্লির হাসপাতালের আইসিইউতে আগুনে রোগীর মৃত্যু


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:২০ পিএম
আইসিইউতে আগুনে রোগীর মৃত্যু
দিল্লির হাসপাতালের আইসিইউতে আগুন

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দিল্লিতে একটি হাসপাতালে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোহিণী এলাকায় একটি হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লাগে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। এতে দগ্ধ এক রোগীর মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে।

শনিবার (১১ জুন) ভোর ৫টার দিকে রোহিণীর ব্রহ্ম শক্তি হাসপাতালের চতুর্থ তলায় আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দিল্লি ফায়ার সার্ভিসের পরিচালক অতুল গর্গ বলেন, ‘সবাইকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। তবে ভেন্টিলেটর সাপোর্টে থাকা এক রোগীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।’

গত মাসে দিল্লির একটি অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় ঝলসে ২৭ জনের মৃত্যু হয়। দগ্ধ হন আরও কয়েক জন। মুন্ডকা মেট্রো স্টেশনের কাছে একটি অফিসে আগুন লেগেছিল। মৃত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্য ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। ওই অফিসে দমকল বিভাগের নো অবজেকশন সার্টিফিকেট ছিল না বলে অভিযোগ ওঠে। ওই বাড়ির মালিককে পরে গ্রেফতার করা হয়।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image