• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শৈত্যপ্রবাহে আফগানিস্তানে ৭০ জনের প্রানহানি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:০৯ পিএম
৭০ জনের প্রানহানি
আফগানিস্তানে শৈত্যপ্রবাহ

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানে শৈত্যপ্রবাহ এবং প্রচন্ড ঠান্ডা আবহাওয়ায় ৭০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঠান্ডা আবহাওয়ার কারণে ৭০ হাজার গবাদি পশুরও প্রাণ হারিয়েছে। 

বৃহস্পতিবার আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও বলা হয়েছে, শৈত্যপ্রবাহ এবং ব্যাপক ঠান্ডা আবহাওয়ার কারণে গত সপ্তাহে আফগানিস্তানজুড়ে ৭০ জন প্রাণ হারিয়েছেন এবং আরো ৭০ হাজার গবাদি পশু মারা গেছে। দুই সপ্তাহ ধরে আফগানিস্তানের অনেক প্রদেশে তীব্র ঠান্ডা আবহাওয়া দেখা যাচ্ছে। এছাড়া আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর অঞ্চলে গত সপ্তাহে সর্বনিম্ন মাইনাস ৩৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আফগানিস্তানের আবহাওয়া অফিসের প্রধান মোহাম্মদ নাসিম মুরাদি বলেন, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে চলতি বছরের শীতকাল এখন পর্যন্ত সবচেয়ে বেশি শীতল। 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি এবং ভিডিওতে দেখা যায়, আফগানিস্তানের মধ্য ও উত্তরাঞ্চলের বেশ কয়েকটি প্রদেশে ভারি তুষারপাতের কারণে অবরুদ্ধ হয়ে পড়েছে সড়ক।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image