
নিউজ ডেস্ক: খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো যাবে না বলে মত দিয়েছে আইন মন্ত্রণালয়। রোববার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইন , বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এ কথা বলেন।
এর আগে খালেদা জিয়ার পক্ষে তার পরিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কে একটি চিঠি দিয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেই চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। আইন মন্ত্রণালয়ের মতামতের ওপর ভিত্তি করে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এদিন দুপুরে রাজধানীর বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইন্সটিটিউটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী আনিসুল হক জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে খালেদা জিয়ার আবেদনের ফাইল এখন আইন মন্ত্রণালয়ে। খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশ যেতে পারবেন কিনা আজকেই মতামত জানানো হবে। তবে আইনের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: