
নিউজ ডেস্ক : ঢাকার পূবাইলে রেললাইনের ওপর এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকলের ২ ঘণ্টা পর শুরু হয়েছে ট্রেন চলাচল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিকল্প ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি সরিয়ে টঙ্গী রেল স্টেশনে আনা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিন সকাল ৯টার দিকে পূবাইলের ৪২ নম্বর ওয়ার্ডের তালটিয়া স্টেশনসংলগ্ন ঢাকাগামী এগারোসিন্ধু এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পূবাইল রেলওয়ে স্টেশনের মাস্টার মাহবুব হোসেন বলেন, পূবাইল স্টেশন অতিক্রম করার পর তালটিয়া এলাকায় গিয়ে ঢাকাগামী এগারোসিন্ধুর প্রভাতী ট্রেনের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে ট্রেনটি ঢাকাগামী লাইনে দাঁড়িয়ে থাকে। পরে খবর পেয়ে রিলিফ ইঞ্জিন এসে বেলা ১১টার দিকে ট্রেনটি টঙ্গী জংশনে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ওই সময় ঢাকাগামী অন্য কোনো ট্রেনের সিডিউল না থাকায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। বর্তমানে ওই রেললাইন দিয়ে অন্য ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: