নরসিংদী প্রতিনিধি : সমবায়ে গড়েছি দেশ, স্মাট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে নরসিংদীর শিবপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমবায়ের যৌথ আয়োজনে দিবসটি পালন উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন,বর্ণাঢ্য র্যালি,আলোচনা সভা ও সফল সমবায় সমিতি এবং সমবায়ী উদ্যোক্তাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (৪ অক্টোবর) উপজেলা পরিষদের নতুন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ মোহাম্মদ সজীব এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির মিস্টার, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন,প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক শেখ মানিক প্রমুখ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ জলিল হোসেন।
এ সময় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি-সাধারণ সম্পাদক, উপজেলা সমবায় অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: