
জলঢাকা, নীলফামারী প্রতিনিধি : নীলফামারী জলঢাকায় চার্টার্ড লাইভ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবীর চেন বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃস্হপতিবার দুপুরে সংশ্লিষ্ট অফিসে ব্রাঞ্চ ম্যানাজার জিকরুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
এসময় আরও উপস্থিত ছিলেন চার্টার্ড লাইভ ইন্স্যুরেন্সের রংপুর বিভাগের এস এম সেলস মালেক, শাহী, জেলা এস এম সেলস সুমন ইসলাম, সাংবাদিক শাহজাহান কবীর লেলিন, আব্দুল গফুর প্রমূখ। এসময় পৌর এলাকার গ্রাহক আবু তালেব গত সেপ্টেম্বরে মারা গেলে তার মৃত দাবীর চার লক্ষ চৌদ্দ হাজার টাকার চেক মৃতের স্ত্রী শিরিন শিলা ও সন্তান সাথীর হাতে তুলে দেয়া হয়। এবং মৃত তালেব উদ্দিনের মাগফেরাতের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ইউনিট ম্যানাজার আব্দুল ওহাব মিয়া।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: