• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মানিকগঞ্জে ৫৬ হাজার টাকায় বাঘাইড় মাছ বিক্রি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৪ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৩১ পিএম
৫৬ হাজার টাকায় বাঘাইড় মাছ বিক্রি
বাঘাইড় মাছ

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে ৪৭ কেজির একটি বাঘাইড় মাছ ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সকালে মাছটি ঝিটকা বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার (পঁচা) এবং তাপস হালদার। তাদের বাড়ি উপজেলার বাল্লা ইউনিয়নে। পরে মাছটি কেটে প্রতি কেজি ১২০০ টাকা দরে বিক্রি করেন তারা।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) রাতে পদ্মা-যমুনা নদীর আরিচা পয়েন্ট থেকে স্থানীয় জেলেদের জালে ধরা পড়ে বাঘাইড় মাছটি। তাদের কাছে থেকে শুক্রবার ভোরে মাছটি কিনে আনেন মৎস্য ব্যবসায়ী মানিক হালদার (পঁচা) এবং তাপস হালদার। পরে তারা মাছটি ঝিটকা বাজারে এনে কেটে বিক্রি করেন। প্রতি কেজি ১২০০ টাকা দরে মোট ৫৬ হাজার ৪০০ টাকায় বিক্রি হয় মাছটি।

বাজারে উপস্থিত বিজয় হালদার জানান, এতবড় মাছ সচরাচর ঝিটকা বাজারে পাওয়া যায় না। মাছটি দেখতে আমার মতো শতাধিক উৎসুক মানুষের ভিড় জমে গিয়েছিল বলে জানান তিনি।

ঢাকানিউজ২৪.কম / সাকিব আহমেদ/কেএন

আরো পড়ুন

banner image
banner image