• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ধর্মীয় সম্প্রতি সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩১ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:১০ পিএম
ধর্মীয় সম্প্রতি
সুরক্ষা বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা

বেলায়েত হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় ধর্মীয় সম্প্রীতি নিশ্চিতে সচেতনতা বৃদ্ধিকরণ বিষয়ে দিনব্যাপী আন্তঃধর্মীয় প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার নওগাঁ সদর উপজেলা মডেল মজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, মসজিদ-মক্তবের ইমাম, খতিব, মন্দিরের পুরোহিদসহ বিভিন্ন ধর্মীয় নেতা, সামাজিক সংগঠনের কর্মীরা অংশ নেন। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় মোট ১০০ জন অংশ নেন। 

ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক গোলাম মোস্তফার সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইব্রাহীম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এহসানুর রহমান ভুঁইয়া, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন একুশে পরিষদ নওগাঁর সভাপতি ডিএম আব্দুল বারী, নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি কায়েস উদ্দিন প্রমুখ। 

ধর্মীয় সম্প্রীতি রক্ষা ও সচেতনা বৃদ্ধি বিষয়ক কর্মশালা পরিচালনা করেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের আইসিটি কনসালটেন্ট ও প্রশিক্ষক ইমামুল ইসলাম। 
বক্তারা বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে দ্বায়িত্বশীল হতে হবে। ধর্মীয় আলোচনায় ধর্মীয় নেতাদের ধর্মীয় সম্প্রতি সুরক্ষায় আলোচনা রাখতে হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image