• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ছবিতে পুরান ঢাকার পূজা সমূহ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:১২ পিএম
puja, পূজা
ঐতিহাসিক ঢাকার রমনা কালী বাড়ির দুর্গা পূজা ২০২৩

সুমন দত্ত: পুরান ঢাকার বিভিন্ন স্থানে আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গা পূজা। নিচে বিভিন্ন এলাকার পূজার ছবিসহ বর্ণনা করা হয়েছে। এখানে পরবর্তীতে আরো ছবি যোগ করা হবে। তাই ধৈয্য সহকারে কয়েকবার পোস্টে ঢুকে পূজার আপডেট সম্পর্কে জানুন। 

এপুরান ঢাকার এই পূজা সূত্রাপুর থানার ফরাশগঞ্জ এালাকার। প্রাচীন বিহারী লাল আকড়ার পিছনে এই দুর্গা পূজা করা হয়।

 

পুরান ঢাকার ফরাশ গঞ্জ এলাকার বিহারী লা আকড়ার দুর্গা পূজা এটি। পুরানো পূজা এটি। মালাকাটোলা গলির মুখে এই আকড়াতে পূজাটি হয়। এখানে স্থায়ী মন্দিরের পূজা এটি। 

 

পুরান ঢাকার মালকাটোলার পূজা এটি। অস্থায়ী মন্ডপে এই পূজা অনুষিা্ঠত হয়। সুত্রাপুর থানার বিপরীতে এই পূজা অনেক পুরানো। 

 

সূত্রাপুর থানার মালাকাটোলার আরেকটি পূজা। এই পূজাটা অস্থায়াী মন্ডপে হয়। 

ভোলাগিরি আশ্রমের পূজা এটি। পুরান ঢাকার স্বামীবাগের ভোলাগিরি মন্দিরে এই পূজা হয়। এটি একটি স্থায়ী মন্দিরে তৈরি মন্ডপে পূজা। এখানে পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

পুরান ঢাকার স্বামীবাগে ভোলাগিরি আশ্রমের বিপরীত পাশে সেন্ট্রাল উইমেন কলেজে এই দুর্গা পূজা হয়। এটি সেখান শিক্ষার্থী ও কলেজের সনাতন পন্থিরা করে থাকে। 

লোকনাথ মন্দির , স্বামীবাগ ঢাকা, এটি শক্তির গেইটে পূজা। বাবা লোকনাথে মূল মন্দির নয়। অধ্যক্ষ মথুর বাবুর তৈরি শক্তি ঔষধায়ের মন্দিরে এই পূজা হয়।

নারিন্দা এলাকার ঋষি পাড়ার পূজা এটি। ঋষি সমাজে লোকজন এই পূজা করে থাকেন। 

ঋষি পাড়ার একটি ঘরোয়া পূজা এই দুর্গা পূজা। হিন্দু বাড়ির মালিক এই পূজা করে থাকেন। বাডিটি ঋষি পাড়া সংলগ্ন মনির হোসেন লেনের দুর্গা পূজা

নারিন্দা এলাকার শাহ সাহেব দাস লেনের দুর্গা পূজা এটি। 

নারিন্দা এলাকার শাহ সাহেব দাস লেনের আরেক দুর্গা পূজা, অস্থায়ী মন্ডপে এই দুর্গা পূজা হয়।

 

নারিন্দা শাহ সাহেব দাস লেনের তরুন সংঘের পূজা এটি

সূত্রাপুর থানার ঋষিকেশ দাস রোডের পূজা এটি।

সূত্রাপুর থানার বানিয়া নগর এলাকার সীতানাথ মন্দিরে দুর্গা পূজা এটি

 

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image