গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে জনপ্রতিনিধি, উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে রোববার সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
আরো বক্তব্য রাখেন গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফরোজা নাজনীন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহাম্মদ, সালটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজমুল হক ঢালী প্রমুখ।
ঢাকানিউজ২৪.কম / কে এন
আপনার মতামত লিখুন: