• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাকেরগঞ্জে জাসদের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালি ও সমাবেশ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০২ পিএম
বাকেরগঞ্জে বর্নাঢ্য র‌্যালি ও সমাবেশ
জাসদের প্রতিষ্ঠা বার্ষিকী

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সূবর্ন জয়ন্তী উদযাপন উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বেলা সাড়ে ১২টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে নেতা-কর্মীরা ব্যানার ফেস্টুন সহকারে একটি আনন্দ র‌্যালি বের করে পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। 

উপজেলা জাসদের সভাপতি এনায়েত হোসেন খান সানার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্মু-সাধারণ সম্পাদক মোঃ মহসিন। তিনি বক্তব্যে বলেন, আগামীকাল থেকে বিএনপি-জামায়াতের ৩ দিনের অবরোধ কর্মসূচিতে যাতে তারা নৈরাজ্য সৃষ্টি ও অগ্নিসন্ত্রাস করতে  না পারে সেজন্য তিনি নেতা-কর্মীদের মাঠে থাকার আহবান জানান।

তিনি বলেন, সোনার বাংলায় লুটেরা ও রাজাকারদের ঠাঁই নাই। আজ সময় এসেছে ঘুরে দাঁড়াবার, দেশ থেকে ঘুষ-দূর্নীতি বন্ধ না হলে উন্নয়ন বাঁধাগ্রস্থ হবে। এ অভিযান অব্যাহত থাকলে অনিয়ম দূর করতে পারলে দেশ উন্নয়নের দিকে আরো ধাবিত হবে।

তিনি আরো বলেন, বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরী করে প্রতিটি পণ্যের দাম বাড়িয়ে দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া প্রয়োজন। তা না হলে দাম নাগালের মধ্যে আসবে না। এছাড়া, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তিকে এক হয়ে জঙ্গীবাদ ও সন্ত্রাস নির্মূলে একযোগে কাজ করার আহ্বান জানান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image