• ঢাকা
  • শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১০ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জামালপুরে আনন্দঘন পরিবেশে রথযাত্রা উৎসব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২১ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৫৮ এএম
আনন্দঘন পরিবেশে
রথযাত্রা উৎসব

সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। সারাদেশের ন্যায় জামালপুরেও রথযাত্রা উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।

মঙ্গলবার বিকেলে জামালপুরের বিভিন্ন এলাকা থেকে রথযাত্রা বের হয়। এবার জামালপুর শহরের বিভিন্ন এলাকা থেকে ছয়টি রথযাত্রা বের হয়। শহরের পালপাড়া থেকে দুটি,বসাকপাড়া,বোষপাড়া,বজ্রাপুর মালগুদাম ও দয়াময়ী মন্দির থেকে একটি করে রথযাত্রা বের হয়।

বিভিন্ন এলাকা থেকে রথগুলি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে দয়াময়ী চত্বরে এসে রথযাত্রা সমাপ্ত হয়। রথযাত্রায় জামালপুরের সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন পেশার মানুষ ও নারীরা উপস্থিত থেকে রথ টানতে টানতে আনন্দ- উল্লাস ও কির্তন গাইতে গাইতে শহর প্রদক্ষিন করে দয়াময়ী মোড়ে এসে সমাপ্ত করে।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা।

আগামী ২৭ জুন মঙ্গলবার উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের দ্বিতীয় ধর্মীয় উৎস রথযাত্রার আনুষ্ঠানিক সমাপ্ত হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image