• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জবিতে নৃবিজ্ঞান বিভাগ ক্রিকেট ফেস্টে চ্যাম্পিয়ন পিজেন্ট ওয়ারিয়র্স


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:৩৫ এএম
জবিতে নৃবিজ্ঞান বিভাগ
ক্রিকেট ফেস্টে চ্যাম্পিয়ন পিজেন্ট ওয়ারিয়র্স

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তঃব্যাচ  ডে নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সিজন—১ এর এই খেলায় ৫টি দল অংশগ্রহণ করে।

মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের মুজিব মঞ্চ প্রাঙ্গনে বিকাল ৪টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এই টুর্নামেন্ট চলে। এতে চ্যাম্পিয়ন হয় পিজেন্ট ওয়ারিয়র্স এবং রানারআপ হয় পিওর ফসিল।

আয়োজক সূত্রে জানা যায়, ৭ ওভারের শার্টপিচ টুর্নামেন্টে অন্যান্য দলগুলো হলো— মেডিভ্যাল রেঞ্জার্স, রুদ্র স্মৃতি একাদশ ও ফ্রাঞ্জ বোয়াস।

মঙ্গলবার দিবাগত রাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মিজানুর রহমান, সহকারী অধ্যাপক সুমন কুমার মজুমদার, এস এম আরিফ ইফতেখার ও সফিকুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন নৃবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ সজল, নিয়াজ মোরশেদ, রাশেদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহসান জোবায়ের, সাবেক দপ্তর সম্পাদক নাকিবুল আহসান নিশাদ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল রায়হান।

টুর্নামেন্টে সমন্বয়কএর দায়িত্ব ছিলেন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গাজী মোহাম্মদ শামসুল হুদা এবং পারিজাত বিশ্বাস।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image