• ঢাকা
  • মঙ্গলবার, ৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ১৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাওড়ে হিজল ঘেরা দিল্লির আখড়ায় ২দিন ব্যাপী সম্মেলন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৬ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:৩৭ পিএম
হিজল ঘেরা দিল্লির আখড়ায় সম্মেলন
হাওড়ে হিজল ঘেরা

মিঠামইন প্রতিনিধি, কিশোরগঞ্জ : মিঠামইন উপজেলার হাওড়ের মাঝখানে উপজেলা সদর থেকে ১৫ কিঃমিঃ দূরে প্রত্যন্ত হাওড়ে কাটখাল ইউনিয়নে হিজল ঘেরা পর্যটন কেন্দ্র দিল্লির আখড়ায় ২ দিন ব্যাপী ভক্ত সম্মেলন ও স্মারক সম্মাননা ২০২২ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৫ই আগষ্ট শুক্রবার ও ৬ ই আগষ্ট শ্রী নারায়ণ গোসাইয়ের আখড়ার  সংরক্ষণ ও সংস্কার কমিটির আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শ্রী মনোরঞ্জন শীল গোপাল (সংসদ সদস্য দিনাজপুর-১ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট।অনুষ্ঠান উদ্ভোধন করেন, রাষ্ট্রপতির পুএ সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক। এই প্রথম কিশোরগঞ্জের হাওরে হিজল ঘেরা প্রাচীন ঐতিহ্য স্রমার্ট  জাহাঙ্গীরের শাসন আমলে নির্মিত দিল্লির আখড়ায় ভক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে হাওর অঞ্চলের হাজার হাজার ভক্ত বৃন্দ উপস্থিত হন।কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়। বিকাল ৩.৩০ মিনিটে অনুষ্ঠান শুরু হয়। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশের ৩৬০ টি আখড়ার সভাপতি ও সর্বজন শ্রদ্ধেয়  শ্রী সুকুমার দাস মোহন্ত, বিথঙ্গল বড় আখড়া,হবিগঞ্জ। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংরক্ষণ ও সংস্কার কমিটির সাধারন সম্পাদক বাবু সুভাষ বৈষ্ণব (শিক্ষক), মিঠামইন সদর ইউ,পি চেয়ারম্যান এ্যাড- শরীফ কামাল,মোঃতাজুল ইসলাম (কাটখাল ইউ,পি চেয়ারম্যান), মোখলেছুর রহমান ভুঁইয়া (ঘাগড়া ইউ,পি চেয়ারম্যান), জেলা পরিষদ সদস্য সমীর কুমার বৈষ্ণব, মোঃইব্রাহিম মিয়া ( ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ), সাধন বৈষ্ণব (সেবায়েত),কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী, মোঃ রইছ উদ্দিন ( সাবেক চেয়ারম্যান) মোঃ মোজাম্মেল হক (শিক্ষক), লায়ন মতিউর রহমান, এ্যাড- বিমল চন্দ্র রায়,প্রকৌশলী মোহন লাল দাস সৈকত (নির্বাহী প্রকৌশলী পাউবি) এ্যাড- অবনীমোহন দাস (সহ সভাপতি জেলা আওয়ামীলীগ সুনামগঞ্জ), আজিজুল হক ( ব্যবসায়ী ঢাকা),সুব্রত পাল( ট্রাস্টি,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট),প্রফেসার ড. অসীম কুমার সরকার (হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট), মুক্তিযোদ্ধা শ্রীমতি রেখা রানী গুণ(হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট) শ্রী নান্টু রায় (হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট) রাজেন্দ্র দেব মন্টু( ট্রাস্টি,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট),মুক্তিযোদ্ধা ভূপেন্দ্র ভৌমিক দোলন( হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট)ডাঃ দিলীপ কুমার ঘোষ (সচিব,হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট),লিটন চন্দ্র পাল( বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ), তপন কুমার মোদক ( বিশিষ্ট ব্যবসায়ী শরীয়তপুর), এ্যাড- জিল্লুর রহমান (প্রশাসক জেলা পরিষদ কিশোরগঞ্জ), অনুষ্ঠানে গীতাপাঠ করেন, সুভাষ দাস মোহন্ত (গোস্বামী), অনুষ্ঠান সঞ্চালনায় ট্রাস্টি রাজেন্দ্র দেব মন্টু।

এছাড়া উপস্থিত ছিলেন, অষ্ট্রগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সামুয়েল সংমা,ওসি কলিন্দ্র নাথ গোলদার সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক ও বিভিন্ন ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান বৃন্দ।

২য় পর্বে ৬ ই আগষ্ট সকালে মিঠামইন শ্রীশ্রী হরি আশ্রমে সম্মানীত টাষ্টিগনের সাথে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্টিত হয়। পরে ইটনা, অষ্টগ্রাম অলওয়েদার সড়ক পরিদর্শন করেন। ট্রাষ্টিগন রাষ্টপতি মোঃ আবদুল হামিদ সাহেবের বাড়ীতে স্থানীয় সংসদ সদস্যের সাথে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনা করেন। অন্যদিকে কৃষিবিদ রফিকুল ইসলাম চৌধুরী ১১ দফা প্রস্তাবনা তুলে ধরেন।

ঢাকানিউজ২৪.কম / বিজয়কর রতন/কেএন

আরো পড়ুন

banner image
banner image