• ঢাকা
  • বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাওরে নিখোঁজের ৪২ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১৩ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৬ পিএম
হাওরে নিখোঁজের ৪২ ঘন্টা পর পর্যটকের মরদেহ উদ্ধার
অন্তর চক্রবর্তী

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জের মিঠামইন হাওরে ঘুরতে এসে ট্রলার থেকে পানিতে পড়ে নিখোঁজের ৪২ ঘন্টা পর অন্তর চক্রবর্তী (৩২) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

১৩ আগস্ট (রোববার) সকাল সোয়া নয়টার দিকে মিঠামইন হাওরে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত পর্যটক অন্তর চক্রবর্তী ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্রি গ্রামের উত্তম চক্রবর্তীর ছেলে। 

কিশোরগঞ্জ জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আবুজর গিফারী এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গত ১১ আগস্ট শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিহত অন্তর চক্রবর্তীর পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন মিলে ১০ জন সকালে জেলার নিকলী উপজেলার হাওর পাড়ের বেড়িবাঁধ থেকে একটি ট্রলারে করে মিঠামইন হাওরের ঘুরতে যায়। এদের মধ্যে ৫ জন মহিলা, তিনজন পুরুষও দুইজন শিশু ছিলেন। দুপুরে হাওরের ঘোড়াউত্রা নদীর মাঝে ট্রলারে বসেই গোসল করছিলেন অন্তর চক্রবর্তী। হটাৎ পা পিছলে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি। খবর পেয়ে কিশোরগঞ্জ জেলা সদর থেকে ৫ সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযানে নামে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image