
আহমাদ গালিব, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইংরেজি বিভাগের পুণর্মিলনী অনুষ্ঠান আগামী ১০ মার্চ (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভাগটির এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ১১টায় রবীন্দ্র-নজরুল কলা ভবনে ইংরেজি বিভাগের সভাপতি ও এসোসিয়েশনের সদস্য অধ্যাপক ড. মিয়া রাশিদুজ্জামান সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরেন। সম্মেলনটি তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে লিখিত বক্তব্যে ড. মিয়া রাশিদুজ্জামান জানান, পুনর্মিলনী অনুষ্ঠানের শুরুতে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক ও স্মৃতিচারণ সহ দিনব্যাপী অনুষ্ঠান চলবে। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আবদুস সালাম গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. হারুন-উর-রশিদ অংশগ্রহন করবেন।
এ সময় সংবাদ সম্মেলনে অনলাইনে যুক্ত ছিলেন বিভাগের এলামনাই এসোসিয়েশনের সভাপতি এইচ.পি. টেকনোলজি লিমিটেড এর পরিচালক মনোওয়ার আজাদ, কমিটির আহবায়ক ও শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আখতার হোসেন সানি, কমিটির সদস্য ও বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটেল মার্কেটের সহ-পরিচালক আব্দুল্লাহিল ওয়ারিশ মিরাজ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: