জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে ২৪০ বোতল বিদেশী মদসহ মো.আনসার আলী(৩৫) ও মো.পলাশ মিয়া নামে দুইজনকে আটক করে জামালপুর সদর থানা পুলিশ।
বুধবার (১৮ অক্টোবর) সকালে জামালপুর সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর-শেরপুর সংযোগ ব্রীজ থেকে ২৪০ বোতল বিদেশী মদসহ দুইজনকে আটক করে। এদের মধ্যে আনসার আলীর বাড়ী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নওদা পাড়া গ্রামে আর পলাশ মিয়ার বাড়ী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চরে।
মদের বড় চালানটি তারা রৌমারী থেকে জামালপুর রোড ব্যবহার করে টাঙ্গাইল জেলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল বলে জানা যায়।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ জানান,২৪০ বোতল বিদেশী মদের চালানটি আমরা জামালপুর সদর থানা শেরপুর ব্রিজে একটি পিকআপ থেকে দুইজন আসামীসহ আটক করি। আমরা নিয়মিত আইনে মামলা করে বিজ্ঞআদালতে প্রেরন করা হবে মামলাটি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: