
এম,ডি রেজওয়ান আলী, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর বিরামপুরে প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল ২০২৩ শুভ উদ্বোধন হয়েছে।
৪ জুলাই (মঙ্গলবার) দিনাজপুর বিরামপুরে সকাল ১১ ঘটিকায় সময় বিরামপুর বিপিএল কমিটির আয়োজনে পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমানের সভাপতিত্বে বিরামপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম পাইলট হাই স্কুল মাঠ প্রাঙ্গনে প্রিমিয়ার ক্রিকেট লিগ বিপিএল ২০২৩ সিজন ৭ এর শুভ উদ্বোধন করেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী।
এসময় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিশেষ অতিথি,বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল,বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অদ্বৈত্য কুমার কুমার অপু,বিরামপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মেসবাউল হক,বিরামপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল,পৌরসভার সার্ভেয়ার মনিরুজ্জামান সহ প্রমুখ গণ।
এছাড়াও স্থানীয় সুধীজন সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ উপস্থিত ছিলেন। উক্ত ক্রিকেট খেলার পবন কুন্ডু স্মৃতি সংঘ এবং ভিক্টর স্পোর্টিং ক্লাব ইসলামপাড়া বিরামপুর এই দুইটি ক্রিকেট দলের মধ্যে খেলা আরম্ভ হয়। ধারা ভাষ্যকার ছিলেন আসাদুজ্জামান আসাদ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: