
মজিবর রহমান, পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ও প্রবীন আঃলীগ নেতা আলহাজ্ব এ,কে,এম সেলিম মিয়ার (৭১) দাফন সম্পন্ন হয়েছে। মৃত সিকান্দার আলী মুন্সির ছেলে এ,কে,এম সেলিম মিয়া জেলা আঃলীগের সাবেক সহ- সভাপতি ও মঠবাড়িয়া উপজেলা আঃ লীগের দীর্ঘদিন সাবেক সভাপতি ছিলেন। তিনি ডায়াবেটিক, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন। প্রবীন এই আঃলীগ নেতা শুক্রবার (৩ মার্চ)অসুস্থ্য হয়ে বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে ওইদিন রাত ২ টা ৪৫ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
শনিবার (৪ মার্চ) বাদ জোহর পৌর শহরের শহিদ মোস্তফা খেলার মাঠে জানাযা শেষে মিরুখালী পারিবারি কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অর্নার দেয়া হয়।
মঠবাড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি)ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত রায়হান,সহকারি পুলিশ সুপার (প্রবিঃ) নাসিম এ গুলশান ও থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম মিয়াকে রাষ্ট্রীয় সালাম দেন। এ সময় জেলা- উপজেলা আঃলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠন ও শ্রেনী পেশার লোক জানাযা নামাজে অংশ গ্রহন করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: