• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টিআই প্রতিবেদন করেছে দুদক থেকে তথ্য না নিয়েই : দুদক সচিব


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম
টিআই প্রতিবেদন করেছে দুদক থেকে তথ্য না নিয়েই
দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন

নিউজ ডেস্ক : দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, দুর্নীতির সূচক নিয়ে ট্রান্সফারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) সবকিছুই ধোঁয়াশা। রাজধানীর সেগুনবাগিচায় বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে দুদক কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ দাবি করেন তিনি।
 
তিনি বলেন, টিআইয়ের প্রতিবেদনে সুস্পষ্টভাবে দুর্নীতির কোনো তথ্য উল্লেখ নেই। কারণ, দুদকের কাছ থেকে কোনো না নিয়েই প্রতিবেদনটি করা হয়েছে।
 
দুদকের ওপর কোনো রাজনৈতিক চাপ নেই বলেও দাবি করেছেন দুদক সচিব।
 
মাহবুব হোসেন দুর্নীতি বৃদ্ধির প্রশ্নে বলেন, ‘একক দায় দুদকের নয়। আইনবিভাগ, বিচারবিভাগ ও নির্বাহী বিভাগের দিকে ইঙ্গিত করেছে সংস্থাটি।’
  
এর আগে নতুন সরকারের প্রথম দিন বাংলাদেশকে দুর্নীতিগ্রস্ত দাবি করে টিআইয়ের দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

দুর্নীতির সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সবকিছুই ধোঁয়াশা বলে মন্তব্য করেছেন দুদক সচিব।
 
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। গত বছরের তুলনায় দুই ধাপ পিছিয়েছে বাংলাদেশ। ২৪ পয়েন্ট নিয়ে ১৮০টি দেশের মধ্যে এবারের অবস্থান ১০। গতবছর যা ছিল ১২-এ।
 
সূচকে ১০০ স্কোরের মধ্যে ৯০ পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক। ৮৭ পেয়ে দ্বিতীয় অবস্থানে ফিনল্যান্ড।
 
গত বছরের মতো এবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে আফ্রিকার দেশ সোমালিয়া। তাদের স্কোর মাত্র ১১। ১৩ পেয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ সুদান, সিরিয়া ও ভেনেজুয়েলা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ শুধু আফগানিস্তানের চেয়ে ভালো অবস্থানে রয়েছে।
 
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘বাংলাদেশের অবস্থান হতাশাজনক। এবার বাংলাদেশের স্কোর ও অবস্থানের অবনমন প্রমাণ করে, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কার্যকর প্রয়োগ হয়নি। আইনের প্রয়োগ ও কাঠামোগত দুর্বলতায় বাংলাদেশের আরও অবনতি হয়েছে।’
 
তিনি আরও বলেন, ‘সরকার দেশের দুর্নীতিবাজ, আইন লঙ্ঘনকারীদের স্বার্থ রক্ষা করছে। সরকারি খাতে, বিশেষ করে সরকারি ক্রয় এবং প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির ব্যাপকতা বেড়েছে।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image