• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উপকূলে গভীর নিম্নচাপে বন্দরে ৩ নম্বর সংকেত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৪৪ পিএম
উপকূলে গভীর নিম্নচাপে
বন্দরে ৩ নম্বর সংকেত

নিউজ ডেস্ক : বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি আরো শক্তিশালী হয়ে গভীর নিম্নচাপে রূপ নেয়ায় গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া।

সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সকল মাছ ধরার ট্রলারসমূহকে নিরাপদে থাকতে বলা হয়েছে। এর প্রভাবে বৃহস্পতিবার সকাল পটুয়াখালীতে গুড়ি গুড়ি বৃষ্টি হয়। 

আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি সকাল ৬টার দিকে পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৫৫কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৫৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭৪৫ ও চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকার রিকশাচালক সোলায়মান মিয়া বলেন, হালকা শীত পড়ছে, সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি। এ কারণে সকাল থেকে শহরে মানুষের আনাগোনা কম।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, নিম্নচাপটি গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরো উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। ফলে উপকূলীয় এলাকায় আরো বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image