
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : বিএনপি জামাতের সন্ত্রাস নৈরাজ্যের বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে ময়মনসিংহ টাউন হল সংলগ্ন ভাষা সৈনিক শামসুল হক মঞ্চে রবিবার (২৯ অক্টোবর) দুপুরে প্রতিবাদী ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্বা অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, মমতাজ উদ্দিন মন্তা, অধ্যক্ষ গোলাম সরওয়ার, অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, একে এম সাজ্জাদ হোসেন শাহীন, সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, রেজাউল হাসান বাবু, এডভোকেট জিয়াউল হক সবুজ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড : সিরাজুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক শরিফ উদ্দিন বায়জিদ, ময়মনসিংহ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য আনোয়ারা খাতুন, ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, ময়মনসিংহ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আওলাদ হোসেন, ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি উত্তম চক্রবর্তী রকেট, সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজিব, জেলা যুবলীগের সদস্য মঞ্জুর কাদের মঙ্জু, ময়মনসিংহ জেলা যুব মহিলা লীগের যুগ্ন আহবায়ক স্বপ্ন খন্দকার, যুব লীগের নেতা রাশেদুজ্জামান রোমান, ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের যুগ্ন আহবায়ক তাফসির আলম রাহাত সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: