
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ রোভার স্কাউট গ্রুপে ৮ম তাবু বাস, দীক্ষা, বিদায় ও বৃক্ষ পরিচর্যা অনুষ্ঠানের আলোচনা সভা ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে সমাপ্ত হয়।
রোভার গ্রুপে যোগদানকৃত রোভারদের রেজিস্ট্রেশনের মাধ্যমে গত ১৩ জুলাই শুরু হয়ে হাইক, হাইক রিপোর্ট, কোড সাইফার সহ বিভিন্ন শিক্ষা গ্রহণ শেষে ১৫ জুলাই স্কাউট ওন, তাবু জ্বলসা ও আত্মশুদ্ধি আর্জনের মাধ্যমে নব দীক্ষিত রোভার বৃন্দ রোভার আন্দোলনে যোগদান করে।
মঙ্গলবার ২৫ জুলাই ইঞ্জিনিয়ারিং কলেজের রোভার স্কাউটদ গ্রুপের সভাপতি ও অত্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক প্রকৌশলী মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে কলেজে বৃক্ষ পরিচর্যা কার্যক্রম পরিচালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা রোভার স্কাউট গ্রুপের জেলা সম্পাদক এ টি এম সামসুজ্জামান।
বৃক্ষ পরিচর্যা শেষে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ রোভার ড্রেনে আলোচনা সভা ও বিদায়ী রোভারের সার্টিফিকেট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অত্র কলেজের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান (সিএসই) রওনক আরা চৌধুরী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: