
পিরোজপুর প্রতিনিধি : ‘স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ প্রতিপাদ্য ধারন করে পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় যুব দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।
বুধবার (০১ নভেম্বর) সকাল সাড়ে ১০টা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে শহীদ মাখন লাল অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল কাইয়ূম এর সভাপতিত্বে ও নারী উদ্যোক্তা ইশরাত জাহান মমতাজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মঠবাড়িয়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমাদুল হক খান। এ ছাড়া আরো বক্তব্য রাখেন,যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক খান মজনু,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকতা তরিকুল ইসলাম, মঠবাড়িয়া প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমানমিজু,উপজেলা প্রেস ক্লাব সভাপতি মজিবর রহমান,কামরুল ইসলাম,বিউটি বৈরাগী প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৭জন যুবক- যুবতীর মাঝে আত্মকর্মসংস্থান ঋণ কর্মসূচির আওতায় ৭ লাখ ৯০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: