• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফের পদযাত্রা কর্মসূচি ঘোষণা বিএনপির


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১২ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৪৭ পিএম
বিএনপি, পদযাত্রা, সমাবেশ
বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন কেন্দ্রীয় নেতারা

নিজস্ব প্রতিবেদক :

আগামী ১৮ ফেব্রুয়ারি শনিবার দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। রোববার  পৌনে তিনটার দিকে শ্যামলী ক্লাব মাঠের সামনে ঢাকা উত্তর বিএনপি'র পদযাত্রা কর্মসূচির আগে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মোশাররফ হোসেন বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সকল মহানগরের পদযাত্রা ঘোষণা করছি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে সকলেই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান খন্দকার মোশাররফ। এরপর বিকেল তিনটার দিকে ঢাকা উত্তর বিএনপি'র পদযাত্রা কর্মসূচি শুরু হয়। রিং রোড-শিয়া মসজিদ-তাজমহল রোড-নুরজাহান রোড-বিআরটিসি বাসস্ট্যান্ড মোড়-আল্লাহ করিম মসজিদ হয়ে বসিলা সাতরাস্তা মোড় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে এই কর্মসূচি।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image