• ঢাকা
  • রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হাতীবান্ধায় ১ লাখ চারাগাছ বিতরণ করলেন গ্রামীন ব্যাংক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৫১ পিএম
হাতীবান্ধায়
চারাগাছ বিতরণ করলেন গ্রামীন ব্যাংক

নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশে ২০২৩ সালে দেশব্যাপী ২০ কোটি ফলদ, বনজ ও ঔষধী চারাগাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছে গ্রামীন ব্যাংক। সেই আলোকে ২০ জুন চারাগাছ লাগানোর বিশেষ দিবস ঘোষনা করা হয়েছে এবং ১৮ জুন হতে ২৪ জুন বৃক্ষরোপনের বিশেষ সপ্তাহ ঘোষনা করা হয়।

ওই কর্মসূচির অংশ হিসেবে গ্রামীন ব্যাংক হাতীবান্ধা শাখায় গ্রাহকদের মাঝে ১ লক্ষ গাছের চারা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) দুপুরে গ্রামীন ব্যাংক হাতীবান্ধা শাখায় এ চারা বিতরণের উদ্বোধন করেন গ্রামীন ব্যাংকের হাতীবান্ধা এরিয়া ম্যানেজার জাকির হোসেন।

এ সময় শাখা ব্যবস্থাপক আইয়ুব আলী শাহ ও শাখার অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। গ্রামীন ব্যাংক নীলফামারী জোনে ৬১টি শাখার মাধ্যমে ৬১ লক্ষ বৃক্ষ রোপনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে ২ লক্ষ ১২ হাজার ৩শত ৫০টি চারা বিতরণ করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image