
বরিশাল প্রতিনিধি : বরিশাল - ভোলা রুটের লাহার হাটে ফেরী থেকে নদীতে পরে এক যাএী নিখোজ।
৬ অক্বটোবর বরিশাল প্রান্তের লাহারহাট থেকে ভোলা উদ্দেশ্য ছেড়ে যাওয়া ফেরি অপরাজিতা থেকে নদীতে পড়ে নিখোঁজ রয়েছে এক যাত্রী। নিখোঁজ যাত্রীর নাম মো. হারুন ( ৫৫)। তার বাড়ি ভোলা সদর উপজেলার ধনিয়া ভোটের ঘর এলাকায়।
ফেরির ম্যানেজার সিহাব উদ্দিন জানান, সকাল ১০টায় ফেরিটি বরিশালের লাহেরহাট ঘাট থেকে ছাড়ে। সকাল ১০টা ৪০ মিনিটের সময় শ্রীপুর এলাকা অতিক্রম করার সময় যাত্রী হারুন পেছন থেকে পড়ে নিখোঁজ হন।
ফেরির মাস্টার বেলাল হোসেন জানান, তারা ফেরি ঘুরিয়ে খোঁজাখুঁজি করে সন্ধান পাননি। এ ঘটনায় মেহেন্দিগঞ্জ থানায় জিডি করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মো. সফিকুল ইসলাম জানান, নদীতে উদ্ধার অভিযান চলছে। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা এইচএমএম হারুন অর রশিদ জানান, খবর পেয়ে তাদের টিম তেঁতুলিয়া নদীতে অভিযানে নামে। রাত সাড়ে ৮ পর্যন্ত কোনো ওই যাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: