
নিউজ ডেস্ক : আজ কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী রোডমার্চ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) । বৃহস্পতিবার (৫ অক্টোবর) আওয়ামী লীগ সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে এ রোডমার্চ করবে দলটি।
বিএনপি জানায়, এই রোডমার্চ বৃহস্পতিবার সকাল ১০টায় কুমিল্লা থেকে সকালে শুরু হওয়া ফেনী হয়ে চট্টগ্রামে ঢুকবে।
দলীয় কার্যালয় সংলগ্ন নেভাল মোড়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয়-স্থানীয় পর্যায়ের জ্যেষ্ঠ নেতারা।
চট্টগ্রামের মিরসরাই হয়ে নগরীর সিটি গেইট, কর্নেল হাট, একে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে এটি বিকেল তিনটায় কাজীর দেউড়ি মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা।
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিনুর রশিদ ইয়াসিন এতে সভাপতিত্ব ও সঞ্চালনা করবেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব জসিম উদ্দিন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: