• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রীমঙ্গলে চা বাগানে  ফাগুয়া উৎসব 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ১২ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:০৩ পিএম
শ্রীমঙ্গলে চা বাগানে  
ফাগুয়া উৎসব 

মো : জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:  সিলেট জুড়ে চা বাগান গুলিতে রঙ্গের খেলা আনন্দে মেতেছে চা শ্রমিকরা । 

ফাগুয়া উৎসবে সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন চা বাগানের সাংস্কৃতিক দল  অংশ গ্রহণ করছে।

শ্রীমঙ্গলের চা বাগানগুলো এখন উৎসবের রঙে রঙিন রুপে সেজেছে । চা  বাগানে বাগানে চা-শ্রমিকেরা ফাগুয়ার রঙে মাতোয়ারা তারা। এই ফাগুয়া উৎসব চা শ্রমিকদের অন্যতম বড় উৎসব। লাঠি খেলা নাচ, গান, রঙ খেলাসহ নানা আয়োজনে এ উৎসব চলবে পুরো  সপ্তাহব্যাপী।

শনিবার ১১ মার্চ বিকাল ৪ টা থেকে ফুলছড়া চা বাগানের খেলার  মাঠে ফাগুয়া উৎসবের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। 

ফাগুয়া উৎসবে  চা শ্রমিকদের নিজেস্ব সংস্কৃতি, নিত্য ও সঙ্গীত পরিবেশন করা হয়।

গ্রেষ্ট অব অনার ভারতীয়  সহকারী হাই কমিশনার সিলেট নীরাজ কুমার জায়সওয়াল, উৎসবের উদ্ধোধন করেন মৌলভীবাজার  জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র,  রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় ব্যানার্জি, কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রাণেশ গোয়ালা উপস্থিত থেকে ফাগুয়া উৎসবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন,  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চা বাগানের শ্রমিকদের পাশে সব সময় আছেন, তিনি চা বাগানে  বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড অব্যাহতি রয়েছে।   আজকে ফাগুয়া উৎসবে সাংস্কৃতিক মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতা করেছে, চা বাগানের  তাদের সংস্কৃতি, ঐতিহ্য এই ফাগুয়া উৎসবে তুলে ধরা হয়েছে।। 

চা বাগানের প্রতিটি বস্তির অলিতে গলিতে চারদিকে চা বাগানের রঙ্গের ছড়াছড়ি।  এই উৎসবের মাধ্যমে চা বাগানের বিভিন্ন সম্প্রদায়ের  হারিয়ে ভাষা, সংস্কৃতি, ইতিহাস তুলা ধরা হয়েছে।   

ফাগুয়া উৎসবে সদস্য সচিব প্রাণেশ গোয়ালা বলেন, এটি আমাদের চা বাগানের শ্রমিকদের সবচেয়ে বড় উৎসব। এই উৎসবের আয়োজনে চা বাগানে সপ্তাহব্যাপী হুলি খেলা চলে।  এই ফাগুয়া উৎসবে সিলেট বিভাগের চার জেলা চা শ্রমিকরা আমাদের ইতিহাস ঐতিহ্য, সাংস্কৃতিক, হারিয়ো যাওয়া কৃষ্টি কালচার তুলে ধরা হয়েছে।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image