• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আর্জেন্টিনায় ডানপন্থী জাভিয়ের মিলেই প্রাথমিক ভোট এগিয়ে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৪ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:১৯ পিএম
আর্জেন্টিনায়
ডানপন্থী জাভিয়ের মিলেই প্রাথমিক ভোট এগিয়ে

নিউজ ডেস্ক : নির্বাচনে প্রার্থী মনোনয়নের জন্য আর্জেন্টিনায় প্রেসিডেন্ট ভোট হয়েছে। একজন অতি-ডানপন্থী জনতাবাদী প্রার্থী প্রাথমিক  নির্বাচনে ক্ষমতাসীন ও বিরোধী দলকে পেছনে ফেলে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন। 

প্রায় ৯০ শতাংশ ব্যালট গণনা করা হয়েছে রোববার। বেসরকারি ফলাফল অনুসারে, জাভিয়ের মিলেই নামের ওই প্রার্থী ৩০.৫ শতাংশ ভোট পেয়েছেন। খবর- রয়টার্স ও আল-জাজিরা 

২৮ শতাংশে ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে প্রধান রক্ষণশীল বিরোধী দল। ক্ষমতাসীন পেরোনিস্ট জোট ২৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।

আর্জেন্টিনায় মূল্যস্ফীতি ১১৬ শতাংশ। জীবনযাত্রার খরচ কয়েকগুণ বেড়ে গেছে। প্রতি ১০ জনের মধ্যে চারজন মানুষ দরিদ্র। অর্থনৈতিক সংকটের ফলে প্রধান রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের মোহভঙ্গ হচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, এসবের প্রভাব পড়েছে ব্যালটে। 

প্রাথমিক নির্বাচনে ভোট দেওয়া প্রাপ্তবয়স্কদের জন্য বাধ্যতামূলক। এই নির্বাচন আগামী ২২ অক্টোবর হতে যাওয়া সাধারণ নির্বাচনের একটি মহড়ার মতো। প্রেসিডেন্ট পদে কে জয়ী হতে পারেন তার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় এই ভোটে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image