
নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাহী আদেশ দিয়েও বিদেশে পাঠানো সম্ভব না বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে রাষ্ট্রপতি ক্ষমা করলে তিনি বিদেশ যেতে পারে সেক্ষেত্রে তাকে দোষ স্বীকার করে আবেদন করতে হবে।
বুধবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ফৌজদারি আইনের ৪০১ ধারায় তাঁকে দুই শর্তে দণ্ড স্থগিত করা হয়েছে, একই ধারায় তাঁকে বিদেশ যাবার অনুমতি দেওয়ার সুযোগ নেই।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, ভালো করে, জেনে বুঝে জনগণকে তথ্য দেওয়া উচিত। এছাড়া আইন মন্ত্রী বিভিন্ন সময়ে যেসব বাংলাদেশি নাগরিক মামলা মাথায় রেখে বিদেশে চিকিৎসা নিয়েছেন তাদের বিষয়ে জবাব দেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: