• ঢাকা
  • শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভৈরবে পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১০ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৩ পিএম
পবিত্র আশুরা উপলক্ষে
তাজিয়া মিছিল অনুষ্ঠিত

ভৈরব প্রতিনিধি, কিশোরগঞ্জ : ভৈরবে বিভিন্ন অনুষ্ঠান ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে পবিত্র আশুরা। কারবালার শোকাবহ ঘটনা বহুল এ দিনটি মুসলমানদের কাছে ধর্মীয়ভাবে বিশেষ প্রিয় নবীজি(সঃ) এর নয়নের মনি প্রাণ প্রিয় দৌহিদ্র ও শেরে আলি-শেরে খোদা এবং জান্নাতের সরদার মা ফাতেমা'র আদরের ছেলে বেহেস্তের যুবকদের সরদার সাইয়েদুষ শুহদা হযরত ইমাম হোসাইন (রাঃ) এর শাহাদাতে কারবালার স্মৃতি স্মরণে ১০ই মহরহম পবিত্র আশুরার এ হৃদয় বিদারক ঘটনা সুনিদর্শন স্মৃতি জাগ্রত রাখার উদ্ধেশ্যে প্রতি বারের ন্যায় এবারও ভৈরবে সিলেট তরফ বিজয়ী হয়রত শাহ জালাল রাহ.এর সঙ্গী সিপাহশালা সৈয়দ নাছির উদ্দীন রহ.এর বংশীয় ভাটির ওলী বলে খ্যাত নয় কোষার জমিদারি ত্যাগী হযরত সৈয়দ আব্দুল করিম আল রহ.(আলাই শাহ রহ.) প্রায় ১৫০বছর পর্বে মহরমের শোক পালনের নিয়মে প্রায় ১৫০বছর যাবত  ভৈরবের ১২ টির অধিক ইমাম বাড়ায় পবিত্র আশুরা পালন করে আসছে।

বিশেষ করে এই ওলির অনুসারীরা প্রতি বছরের পহেলা মহরম হতে দশ ই মহরম আশুরার দিন পর্যন্ত ফরজ ইবাদাত কায়েম রেখে অতিরিক্ত ১০দিন রোজা রাখা, খালি পায়ে ও খালি মাথায় শোকাঁচ্ছন্ন অবস্থায় থাকা মাটিতে শয়ন ও সাধারণ কাপড় পরিধান করা জীবন রক্ষায় যতটুকু খাবার প্রয়োজন সেই মতে সাধারণ মানের (নিরামিষ জাতীয়) খাবার খাওয়া হোসাইনী মাকাম(স্মৃতিসৌধ) গুলো লাল-কালো পতাকায় সজ্জিত করে। 

এ বছর  আশুরা উপলক্ষে প্রত্যেক ইমাম বাড়ায় শোকের মাতম ও কারবালার বয়ান জারী মারছিয়া, দরুদ, মিলাদ, ফাতেহা শোক গাঁথা ও শহিদের স্মৃতি বহনকারী পতাকাবাহিত তাজিয়া মিছিল ছিলো চোখের পড়ার মত।পাক পাঞ্জাতনের অনুসারী ও তরিকাপন্থি হোসাইনী প্রেমিকগণ ভৈরব জগন্নাথপুর লক্ষীপুর হোসাইনী মঞ্জিল, নোয়াজ আলী ফকির ইমাম বাড়া, মাঈল পাশা ঈমাম বাড়া, শম্ভুপুর সমেশ ফকির ইমাম বাড়া, সাবেদ আলী ব্যাপারী ইমাম বাড়া,রোজা ফকির ইমাম বাড়া, জগন্নাথপুর তাঁতারকান্দি আইন উদ্দিন ফকির ইমাম বাড়া, লক্ষীপুর খানকায়ে মুনেনিয়া ইমাম বাড়া, রিয়াকত আলী ইমাম বাড়া সহ পঞ্চবটি, আগানগর ইউনিয়নের গোকুল নগর, শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর, গোছামারা, এছাড়াও তাঁতড়াকান্দি সহ খানকা ভিত্তিক পারিপারিক ভিত্তিক খানকা শরীফ থেকে তাজিয়া মিছিল সহকারে ইয়া হোসাইন ইয়া হোসাইন বলে মাতম করতে করতে ভৈরব ব্রহ্মপুত্র নদীর তীরে কারবালার নামক মাঠে প্রায় শতাধিক লোকের সমাবেশ এর মধ্যে দিয়ে  স্থানীয় র‍্যাব-পুলিশের কড়া নিরাপত্তায় শেষ হয় পবিত্র আশুরার দিনটি।

ঢাকানিউজ২৪.কম / সোহানুর রহমান(সোহান)/কেএন

আরো পড়ুন

banner image
banner image