
বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল : বাকেরগঞ্জে সংখ্যা লঘু নির্যাতন ও অগ্নি সংযোগের প্রতিবাদে ও দোষীদের বিচার চেয়ে বাকেরগঞ্জ সরকারি কলেজের সামনে বরিশাল - পটুয়াখালী মহাসড়কে সর্বসাধারণের উপস্থিতিতে মানববন্ধন হয়েছে।
বুধবার সকাল ১০ টার সময় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন -বাকেরগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সুনীল কুমার দাস( ঝন্টু), উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবু অমল চন্দ্র দাস (শিবু), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম -সাধারণ সম্পাদক সৈয়দ মোজাম্মেল হোসাইন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র মোকলেছুর রহমান,পৌর যুবলীগ সভাপতি ও ২ নং ওয়ার্ড কাউন্সিল খন্দকার জিয়াউর রহমান রিপন, বাকেরগঞ্জ পৌর বনিক সমিতির সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের বরিশাল জেলা যুগ্ম -সাধারন সম্পাদক ও প্রফুল্ল বিদ্যা পীঠের প্রতিষ্ঠাতা বাবু পংকজ কুমার দাস,বাকেরগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাবু শংকর কুমার শীল, বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক আশীষ কুমার দেবনাথ, বাকেরগঞ্জ উপজেলা ছাত্র লীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া,পৌর ছাএ লীগের সভাপতি কাওসার হোসেন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক তুষার দেবনাথ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: