
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সভা-সমাবেশের নামে বিএনপি- জামায়াত জোট বিচার বিভাগের অভিভাবক মাননীয় প্রধান বিচারপতির বাসভবনসহ সারাদেশে বিএনপি-জামায়াতের হামলা, অগ্নি সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে রবিবার দুপুরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ ময়মনসিংহ জেলা শাখা।
রবিবার দুপুরে বিএনপি ও জামায়াত তাদের দোসরদের সন্ত্রাস- নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা শাখা বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের আহবায়ক, বাংলাদেশ বার কাউন্সিল সদস্য, বার কাউন্সিল রিলিফ কমিটি ও ট্রাইব্যুনাল-৪ কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট জালাল উদ্দিন খান।
মিছিল পূর্ব জজ কোর্ট প্রাঙ্গনে আইনজীবী সমাবেশে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, বারের সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সভাপতি বিকাশ চন্দ্র রায় প্রমূখ। এসময় সিনিয়র ও জুনিয়র আইনজীবীবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: