• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নলেজবেইজড রাজনীতি দেশের পরিবর্তন আনতে পারে : ফখরুল


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৫ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:৫৬ পিএম
সুপ্রিম কোর্ট,  ভোট চুরি
বক্তব‌্য রাখছেন বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ শুধু জাতীয় নির্বাচন আর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট চুরি করে না, সুপ্রিম কোর্টেও ভোট চুরি করছে। এমন মন্তব্য ক‌রে‌ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ড. খন্দকার মোশাররফ হোসেন রচিত "আমার রাজনীতির রোজনামচা" বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, 'চুরি ছাড়া এদের(আওয়ামী লীগ) আর কোনো কিছু নেই। চুরি করেই এদের চলতে হয়। এদের পেশা এবং নেশা হচ্ছে চুরি। দেশটাকে চুরি করে ফোকলা করে দিয়েছে।

সুপ্রিম কোর্ট বারের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গত রাতে সর্বোচ্চ আদালতের বারের নির্বাচনে ফলস ব্যালট পেপার ছাপিয়ে সিল মারছিল, সেটা ধরে ফেলার কারণে প্রচণ্ড রকমের গোলযোগ হয়েছে। আমাদের যিনি ৭ বার সুপ্রিম কোর্ট বারের নির্বাচিত সেক্রেটারি ছিলেন তাকে তারা আক্রমণ করেছে। এ কোন দেশ আমাদের! এ কোথায় আমরা দেশকে নিয়ে এলাম! এই কারণেই আওয়ামী লীগকে জনগণের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা কঠিন লড়াই করছি। এমন লড়াই লড়ছি যে লড়াইটা একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে; যারা মানুষকে মর্যাদা দেয় না, ইতিহাসকে স্বীকৃতি দেয় না, দেশের স্বাধীনতা-গণতন্ত্র- সংবিধানে বিশ্বাস করে না, সাম্য-মানবতা বোধ-ন্যায় বিচারে বিশ্বাস করে না।

মহাসচিব বলেন, আওয়ামী লীগ দৈনিক বাংলা নিষিদ্ধ করেছিল, বিচিত্রা নিষিদ্ধ করেছিল, ইসলামিক টিভি, চ্যানেল ওয়ান ও দিগন্ত টিভি বন্ধ করে দিয়েছিল। এরা আবার বড় বড় কথা বলে।

আমার রাজনীতির রোজনামচা" বইটি তরুণ প্রজন্মকে পড়ার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, আমাদের রাজনীতি এখন আর নলেজবেইজড নেই, এখন এটা হয়ে গেছে মানিবেইজড আর মাসলবেইজড। মানিবেইজড আর মাসলবেইজড রাজনীতি দিয়ে সত্যিকার অর্থে কিছু আনা যাবে না যেটা দেশে পরিবর্তন আনবে। নলেজবেইজড রাজনীতি একমাত্র দেশে পরিবর্তন আনতে পারে।

বিএনপি মহাসচিব বলেন,দেশের মানুষ সরকারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। মানুষ চাল, ডাল, লবণ কিনতে পারে না, সন্তানের স্কুলে কাগজ-কলম কিনে দিতে পারে না, ফি দিতে পারে না, বাসে উঠতে পারে না-হেঁটে চলে, সেই সময় আওয়ামী লীগ সরকার মুখে এমন বাগাড়ম্বর তুলছে যে, সব কিছু সুন্দর আছে। মধ্য আয়ের দেশ হয়ে গেছে। এখন সিঙ্গাপুর আর মালয়েশিয়া হয়ে যাবে।

ঢাকানিউজ২৪.কম / এম আর

আরো পড়ুন

banner image
banner image