
ডেস্ক রিপোর্টার : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী সাড়ে চার মাস পর মুক্তি পেয়েছেন। মঙ্গলবার বিকেল ৪টার দিকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় জেলগেটে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান স্ত্রী আরজুমান আরা বেগমসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
গত ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়। ওই দিনই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালিয়ে রুহুল কবির রিজভীসহ প্রায় সাড়ে চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।
মুক্তির পর জেলে গেটে রিজভীকে স্বাগত জানান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সহ-সম্পাদক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. জাহেদুল কবির জাহিদ প্রমুখ। পরে প্রাইভেটকারে নয়াপল্টনের উদ্দেশে রওনা হন রিজভী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: