
জলঢাকা প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর জলঢাকায় থানা পুলিশের বিশেষ অভিযানে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে সাত জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।
নীলফামারী জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম এর দিকনির্দেশনায়, জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম এর নেতৃত্বে জলঢাকা থানার বিশেষ অভিযানিক টীম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মোলাতিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া১/শ্রী রোহিত রায় (৪০)পিতা-মৃত সুশীল রায়,২/শ্রী প্রশান্ত রায় (৩৫) পিতাঃ- শৈলেন চন্দ্র, ৩/মোঃ আবু বক্কর সিদ্দিক (৫০) পিতা-মৃত মনির উদ্দিন,৪/শ্রী বিষ্ণু রায় (৩৫) পিতাঃ-মৃত দুলু রাম রায়, ৫/শ্রী মিলন রায় (৪০)পিতাঃ- শ্রী শিবু রাম রায়,৬/শ্রী শংকর রায় (৩৫) পিতাঃ- শ্রী কুলোদা মোহন রায়, ৭/শ্রী সন্তোষ রায় (৪০) পিতা মৃত- রবীন্দ্রনাথ রায়কে জুয়া খেলা অবস্থায় গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জলঢাকা থানা একটি মামলা রুজু করা হয়। যাহার নং -২৫(১০)২৩ইং।এবিষয় থানার অফিসার ইনচার্জ ওসি মুক্তারুল আলম জানান গ্রেফতার কৃতদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় জুয়া বিরোধী অভিযান অব্যাহত আছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: