• ঢাকা
  • সোমবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৯ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতীর সেলিম রেজা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:৫৮ পিএম
নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতীর
শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক সেলিম রেজা

সুহানুর রহমান সুজন, ঝিনাইগাতী প্রতিনিধি: ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়েছেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সেলিম রেজা। ২০২২-২৩ বছরে পরিবার পরিকল্পনা, গর্ভবতী মা ও শিশুস্বাস্থ্য, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা ও বুদ্ধিদীপ্ত নেতৃত্ব গুণের কারণে বিশেষ অবদান রাখায় বিভাগীয় শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হন তিনি। সেলিম রেজা উপজেলার নলকুড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। 

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা বিভাগের বিভাগীয় কমিটি কর্তৃক শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হওয়ায় সম্প্রতি তাকে প্রশংসাপত্র প্রদান করা হয়েছে।

এ বিষয়ে সেলিম রেজা বলেন, এ সাফল্যের অংশীদার পরিবার কল্যাণ সহকারীরা। আমার এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটি সকল সহকর্মী ও আপামর জনসাধারণের। আশা করি, পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবায় সবসময় এ ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করব।

এদিকে ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে পরিবার পরিকল্পনা পরিদর্শক সেলিম রেজা ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক মনোনীত হওয়ায় জেলা-উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অভিনন্দন জানিয়েছেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image