
নিউজডেস্ক: বিশ্বকাপ ২০২৩ সালের ১৬তম ম্যাচে বাংলাদেশকে ১৪৯ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা চতুর্থ জয় পেয়েছে নিউজিল্যান্ড।
ম্যাচে প্রথমে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা জোরালো পারফরম্যান্স দেখায় এবং তারপর বোলিং বিভাগ বিপর্যস্ত হয়ে আফগানিস্তানকে ১৩৯ রানে গুটিয়ে দেয়। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে কিউই দল ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৮ রান করে। দলের পক্ষে গ্লেন ফিলিপস ৭১ ও অধিনায়ক টম ল্যাথাম ৬৮ রান করেন।
যেখানে বোলিংয়ে ফার্গুসন ও স্যান্টনার নেন ৩টি করে উইকেট।
রান তাড়া করতে আসা আফগানিস্তান দল ৩৪.৪ ওভারে অলআউট হয়ে যায়। দলের হয়ে ৩৬ রানের সবচেয়ে বড় ইনিংস খেলেন রহমত শাহ, যার মধ্যে ছিল ১টি চার। একইসঙ্গে বড় ইনিংস খেলতে পারেননি দলের কোনো ব্যাটসম্যান। শুরু থেকে শেষ পর্যন্ত একটানা উইকেট হারায় দলটি।
আফগানিস্তানের প্রথম ধাক্কাটা আসে ষষ্ঠ ওভারে রহমানুল্লাহ গুরবাজের স্কোরে ২৭ রানে, যিনি চলে যান ১১ রান করার পর। এরপর পরের ওভারে ১৪ রান করে ট্রেন্ট বোল্টের শিকার হন দ্বিতীয় ওপেনার ইব্রাহিম জারদান। এরপর ১৪তম ওভারের শেষ বলে ক্যাপ্টেন হাশমতুল্লাহ শাহিদিকে (৮) প্যাভিলিয়নে পাঠান লকি ফার্গুসন। এরপর আফগানিস্তানের উইকেট কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণে থাকলেও ২৬তম ওভারে ট্রেন্ট বোল্ট আজমতুল্লাহ ওমরজাইকে (২৭) কিপারের হাতে ক্যাচ দিয়ে আউট করেন।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: