
নিউজ ডেস্ক: এশিয়া কাপের ফাইনাল ক্রিকেট ম্যাচ এমন এক তরফা হবে তা কেউ ভাবেনি। তবে তিন কাঠির খেলা ক্রিকেট। কখন কি হয়, কেউ আগাম বলতে পারে না। এমনই এক ম্যাচ হলো রোববারের ফাইনাল। এদিন শ্রীলঙ্কা ভারতের কাছে গো হারা হারল। ৫০ ওভারের খেলা ১৫ ওভারে শেষ। আর ভারত সেই রান করল ৬ ওভার এক বল খেলেই। ১০ উইকেটের বিশাল ব্যবধানে হার।
বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ের ৪০ মিনিট পর শুরু হয়। টসে শ্রীলঙ্কা জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ভারতীয় পেস বুমরাহ ও মহম্মদ সিরাজ যথারীতি বলতে করতে আসেন। প্রথম ১২ রান তুলতেই শ্রীলঙ্কার ৬ জন ব্যাটসম্যান সাজ ঘরে ফেরেন। ৪ জন ব্যাটার কোনো রানই করেননি। মহম্মদ সিরাজের এক ওভারে ৪ জন আউট হোন।
ম্যাচ মূলত শেষ হয়ে যায় এখানেই। সিরাজ ২১ রান দিয়ে ৬ উইকেট নেন। ফাইনালের সেরা খেলোয়ার হয়েছেন মহম্মদ সিরাজ। তিনি প্রাইজমানির টাকা গ্রাউন্সডম্যানদের দান করেছেন। সেরা খেলোয়ারের পুরস্কার পেয়েছেন কুলদীপ যাদব।
ক্রিকেটে অনেক সময় দেখা যায় প্রথম সারির ব্যাটাররা ব্যর্থ হলে হাল ধরেন নিচের সারির ব্যাটাররা। তবে এদিন নিচের সারিকে ছেটে দেন হার্দিক পান্ডিয়া। তার বলে শ্রীলঙ্কার টেল এন্ডাররা ৫০ রানেই গুটিয়ে যায়।
৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.১ ওভারেই ১০ উইকেটের বিশাল জয় তুলে নিয়েছে ভারত। দুই ওপেনার ইশান কিশান ২৩ আর শুভমান গিল ২৭ রানে অপরাজিত থাকেন।
এশিয়া কাপ অষ্টমবারের মতো জিতে নেয় ভারত।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: