• ঢাকা
  • শনিবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মঠবাড়িয়ায় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ০২ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:০২ পিএম
মঠবাড়িয়ায় বিসিএস সাধারণ
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের কর্মবিরতি পালন

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সারা দেশের ন্যায় দাবী আদায়ের লক্ষে দিনব্যাপী বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তারা কর্মবিরতি পালন করেছেন।

সোমবার (২ অক্টোবর) দিনব্যাপি মঠবাড়িয়া সরকারি কলেজের সাধারণ শিক্ষা কর্মকর্তা ইউনিটির উদ্যোগে এ কর্মবিরতি পালন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা, উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুস সালামসহ ১৮ জন বিসিএস সাধারণ শিক্ষা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানাগেছে, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নতিকরণ,অর্জিত ছুটি, পদোন্নতি বন্ধ, পদ সৃজনের কাজ ৯ বছর আটকে থাকা, শিক্ষা ক্যাডারকে বিষেশায়িত পেশায় গড়ে তোলা, বঞ্চনা বৈষম্য নিরসন, শিক্ষা ক্যাডারে বিভিন্ন স্তরের পদোন্নতিযোগ্য ৭ হাজার শিক্ষককে পদোন্নতি না দেয়া 

ও বিধি বর্হিভুতভাবে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের তপসিলভুক্ত প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকতাদের ৫১২টি পদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিয়োগ বিধি চূড়ান্তকরা সহ নানাবিধ যৌক্তিক দাবী মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে জানিয়ে আসলেও ওই দাবী পূরণে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সম্পূর্ণভাবে ব্যর্থ হওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এ কর্মসূচি পালন করেন।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি বরিশাল অঞ্চলের সহ সভাপতি ও মঠবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফা জানান, সরকারের সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বিভিন্ন দপ্তরের কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ২৬টি ক্যাডার বিদ্যমান। অথচ ২৫টি ক্যাডারের পদোন্নতি হলেও শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত। মাননীয় প্রধানমন্ত্রী আন্তঃ ক্যাডার বৈষম্য নিরসনের ব্যাপারে অনুশাসন প্রদান করলেও বিশেষ একটি মহলের কারণে আজও তা বাস্তবায়ন হয়নি।আমাদের যৌক্তিক দাবি গুলো মেনে না নিলে কঠিন কর্মসূচী দিতে আমরা বাধ্য হবো।কারন স্মার্ট বাংলাদেশ বিনির্মান করতে হলে আগে বিসিএস সাধারন শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বৈষম্য নিরসন করতে হবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image