
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রণোদনার আওতায় ২০০ জন কৃষকের মাঝে মাষকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে কৃষি প্রণোদনা তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন বাদল। এসময় ৫ কেজি করে মাষকলাইয়ের বীজ, ১০ কেজি করে ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা’র সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাফাত পনির ও গফরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হক বিপ্লব।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: