• ঢাকা
  • সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পাকিস্তানকে হারালো ভারত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৯ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৪০ এএম
ভারত
ভারতের খেলা শেষে করমদন

নিউজ ডেস্ক: এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫ উইকেটে জিতেছে রোহিত শর্মার দল। পাকিস্তানের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে খেলতে নেমে  ২ বল হাতে রেখে জিতে যায় ভারত। এই জয়ের ফলে গত টি-টুয়েন্টি বিশ্বকাপে হারের বদলা নিয়ে নিল টিম ইন্ডিয়া।

শেষ ওভারে জাদেজা বোল্ড হওয়ার পর দীনেশ কার্তিক একটি সিঙ্গেল নিয়েছিলেন, তৃতীয় বল হয়েছিল ডট। তবে তাতে কিছু যায় আসেনি হার্দিক পান্ডিয়ার। মোহাম্মদ নেওয়াজের পরের বলটা টেনে ছয় মেরে ভারতের ৫ উইকেটের জয় নিশ্চিত করেছেন তিনি।  

নাসিম শাহ, হারিস রউফদের গতির সঙ্গে মোহাম্মদ নেওয়াজের ঘূর্ণিতে এক সময় চাপে পড়ে ভারত। বিরাট কোহলির ৩৪ বলে ৩৫ রানের ইনিংসের পর ভারতকে পথে রাখেন জাদেজা। তবে তাদেরকে এগিয়ে নেওয়ার মূল কৃতিত্বটা পান্ডিয়ারই।  

১৯তম ওভারে হারিস রউফকে তিন চারের পর শেষ ওভারে নেওয়াজকে মারা ওই ছক্কার পর পান্ডিয়া অপরাজিত থাকেন ১৭ বলে ৩৩ রানে। এর আগে বোলিংয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট।  

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image