• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহে গার্ল গাইডস্ হলদে পাখি ঝাঁক অবকাশ অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৭ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:২৫ পিএম
ময়মনসিংহে
গার্ল গাইডস্ হলদে পাখি ঝাঁক অবকাশ অনুষ্ঠিত

ইব্রাহিম মুকুট, ময়মনসিংহঃ প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি সম্প্রসারনের লক্ষ্যে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চল কর্তৃক আয়োজিত আঞ্চলিক হলদে পাখি ঝাঁক অবকাশ ২৫ মে নগরীর ঐতিহাসিক সার্কিট হাউস সংলগ্ন  জিমনেসিয়ামে অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে ময়মনসিংহ অঞ্চলের ৪ জেলা বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ৩০০ জন হলদে পাখি ও ৫০ জন বিজ্ঞপাখি অংশগ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ অঞ্চলের গার্ল গাইডস্ উপদেষ্টা  ময়মনসিংহ বিভাগীয় কমিশনার  মো: শফিকুর রেজা বিশ্বাস । 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা শাখা সভাপতি  ও  ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এহতেশামুল আলম,  বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চল সাধারণ সম্পাদক শামছুন্নাহার বেগম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন,অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা নাছিমা আক্তার। 

সমন্বয়কারী মালেকা পারভীন, আঞ্চলিক কোষাধ্যক্ষ, বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চল, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন,ময়মনসিংহ আঞ্চলিক কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। হলদে পাখিদের ঝাঁক অবকাশটি নৌকা যাত্রার উপর সম্পন্ন করা হয়। হলদে পাখির ঝাঁকদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ঝাঁক অবকাশের অনুষ্ঠানটি সমাপ্তি হয়। 

হলদে পাখি সম্প্রসারনের লক্ষ্যে সকল অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক কমিশনার  রওশন আরা খান। হলদে পাখিদের মনমুগ্ধকর সঙ্গীত পরিবেশন,নিত্য ও আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়। কবি নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে গজল পরিবেশন করেন এহতেশামুল আলম।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image