
নিউজ ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট টিম এই মুহূর্তে ভারতের পুনেতে অবস্থান করছে। একই সময়ে দেশের বিভিন্ন চ্যানেলের গণমাধ্যম কর্মীরা সেই হোটেলে উঠেছেন যেখানে বাংলাদেশ টিম রয়েছে। এ সময় হোটেল কেন সাংবাদিক এ নিয়ে প্রশ্ন তোলেন ক্রিকেটার লিটন দাস। তিনি নিরাপত্তা কর্মী ডেকে আপত্তি প্রকাশ করেন। এরপর গণমাধ্যম কর্মীরা এ নিয়ে প্রশ্ন তুললে সমালোচনা মুখে পড়েন তিনি।
আজ সোমবার এজন্য দু:খ প্রকাশ করে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রকাশ করেন। সেখানে তিনি লিখেন। , 'গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।'
গণমাধ্যমের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা আছে এবং দলের এগিয়ে যাওয়ার পেছনেও সংবাদমাধ্যমের অবদান আছে বলে মনে করেন লিটন। এ বিষয়ে তিনি আরও বলেন, 'মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য।'
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: