
সাহাদাত হোসেন কাজল, দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার জননন্দিত মেয়র আলা উদ্দিন আলাল এর আত্মার শান্তি কামনায় কোরআন খতম, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার । দুর্গাপুর পৌরসভার আয়োজনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার দুপুরে পৌর চত্বরে পৌর এলাকার বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজি¦ন, মাদ্রাসার সিনিয়র শিক্ষার্থীরা অংশগ্রহনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় পৌর প্যানেল মেয়র মো. মশিউজ্জামান বাদল, পৌর পরিষদের সকল কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীগন, মরহুমের পরিবারের সদস্যগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাচারী মসজিদের ইমাম মাওলানা অলি উল্লাহ।
উল্লেখ্য, মেয়র আলা উদ্দিন আলাল ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৯অক্টোবর রাতে মৃত্যু বরণ করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: