
আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে পানিতে ডুবে মায়ান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলার মির্জাপুর ইউনিয়নের পূর্ব সর্দারপাড়া (মন্ডলপাড়া) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। শিশু মায়ান ওই গ্রামের কৃষক মোঃ মানিক হোসেনের পুত্র। স্থানীয় ইউপি সদস্য মোঃ মোশারফ হোসেন জানান, শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন।
এ সময় সে বাইরে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে পরিবারের লোকজন সহ প্রতিবেশীদের জানান।
পরে বাড়ি সংলগ্ন একটি খালের পানি থেকে তার নিথর দেহ উদ্ধার হয়। খালের পানি থেকে শিশু মায়ানের নিথর দেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুস সামাদ আজাদ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: