
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে শিলা নদী থেকে নাইম নামে নিখোঁজ এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলার রসুলপুর শীলা নদীর নয়াপাড়া ব্রিজের নীচ থেকে নাইমের মরদেহ উদ্ধার করা হয়। সে রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়,মঙ্গলবার দুপুরে উপজেলার রসুলপুর ইউনিয়নে শিলা নদীতে এলাকার কয়েক যুবকের সাথে মাছ ধরতে গিয়ে স্রোতের টানে ভেসে যায় নাইম(২০)।
এসময় তার সাথে থাকা ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজির পর ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুই ঘন্টার চেষ্টায় ঘটনাস্থল থেকে দুইশ গজ উজানে শীলা নদীর নয়াপাড়া ব্রিজের নীচ থেকে নাইমের মরদেহ উদ্ধার করে। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রাম প্রসাদ পাল বলেন,‘মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ যুবক স্রোতের টানে ভেসে গিয়ে ডুবে গিয়েছে। বিকেলে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. মঈন সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,,‘শোনেছি ছেলেটি কয়েকজনের সাথে নদীতে মাছ ধরতে গিয়ে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: