
নিউজ ডেস্ক : কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হবে।
কারিগরি সমস্যা দেখা দিলে বুধবার (৯ আগস্ট) সকাল সাড়ে ৯টার পর থেকে মেট্রো রেল চলাচল বন্ধ করেছে কর্তৃপক্ষ।
বন্ধের পর থেকে কর্তৃপক্ষ স্টেশনে মাইকিং করে জানাচ্ছে, কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ রয়েছে। ত্রুটি সারানোর পর আবারও চলবে। ততক্ষণ অপেক্ষা করতে হবে।ধারনা করা হচ্ছে, বিদ্যুতের লাইনে কোনো কিছু হয়তো পড়েছে, যার কারণে সমস্যা দেখা দিয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: